চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫২৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শেষ দিন (বুধবার) মনোনয়নপত্র নিয়েছেন ৩৯ জন।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে চাকসুর বিভিন্ন পদে মোট ৫২৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ শেষ হয়ে যায়। এরপর শিক্ষার্থীদের সময়সীমা বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে বুধবারও মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ দেয় নির্বাচন কমিশন।
হল ও হোস্টেল সংসদের মনোনয়নের বিষয়ে তিনি জানান, ১৪টি হল ও একটি হোস্টেলের বিভিন্ন পদে মোট ৬৩৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে এ এফ রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৪১ জন, অতীশ দীপঙ্কর হলে ৫৩ জন, শাহ আমানত হলে ৫০ জন, শহীদ আবদুর রব হলে ৩৮ জন, শহীদ ফারহাদ হোসেন হলে ৬১ জন।
এছাড়া শাহজালাল হলে ৪৫ জন, সোহরাওয়ার্দী হলে ৮৩ জন, মাস্টারদা সূর্য সেন হলে (ছাত্র-ছাত্রী) ৪১ জন, বিজয় ২৪ হলে ৪০ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, নবাব ফয়জুন্নেসা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ৩৭ জন, শামসুন্নাহার হলে ২৫ জন এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।
মনোনয়নপত্র জমা দানের বিষয়ে ড. সিদ্দিকী জানান, ১৪টি হল ও একটি হোস্টেলের বিভিন্ন পদে মোট ২৪৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে এ এফ রহমান হলে ১৩ জন, আলাওল হলে ৪ জন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ২১ জন, শাহ আমানত হলে ২৭ জন, শহীদ আবদুর রব হলে ২৩ জন, শহীদ ফারহাদ হোসেন হলে ৬ জন, শাহজালাল হলে ২৬ জন, সোহরাওয়ার্দী হলে ১৫ জন।
এছাড়া মাস্টারদা সূর্য সেন হলে (ছাত্র-ছাত্রী) ১৫ জন, বিজয় চব্বিশ হলে ১৭ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ২৪ জন, নবাব ফয়জুন্নেসা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ২৫ জন, শামসুন্নাহার হলে ৯ জন এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাকসুর তফশিল অনুযায়ী, বুধবার মনোনয়নপত্র জমা দানের শেষ সময় থাকলেও আজ বিকেল ৫টা পর্যন্ত জমা দানের সময়সীমা বাড়ানো হয়েছে। মনোনয়নপত্র জমার পর এগুলো যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আগামী ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।