স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা সেই মিঠু পাঁচ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬ আপডেট: : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী থেকে মিঠুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পরের দিন ১১ সেপ্টেম্বর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে তাকে হাজির করা হয়। 

এসময় মামলার তদন্ত সংস্থা দুদক তাকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য আজ ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে ৭৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিঠুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের মাধ্যমে তার টেন্ডার বাণিজ্য ও অর্থ লোপাট নিয়ে গণমাধ্যম বহু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেদারল্যান্ডসের নির্বাচনে জয়ের পথে মধ্যপন্থী দল ডি৬৬: স্থানীয় সংবাদ সংস্থা
কানাডার প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন সি চিনপিং
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি
পাচারকালে লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার উদ্ধার
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে ছড়াচ্ছে জামায়াতের কর্মসূচির ভিডিও : রিউমার স্ক্যানার
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে : তামিম ইকবাল
ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন
টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ কোস্ট গার্ডের
ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না : এটর্নি জেনারেল ‎
১০