স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা সেই মিঠু পাঁচ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬ আপডেট: : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী থেকে মিঠুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পরের দিন ১১ সেপ্টেম্বর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে তাকে হাজির করা হয়। 

এসময় মামলার তদন্ত সংস্থা দুদক তাকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য আজ ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে ৭৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিঠুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের মাধ্যমে তার টেন্ডার বাণিজ্য ও অর্থ লোপাট নিয়ে গণমাধ্যম বহু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০