ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. রাকিব হোসেন (২৭) ও মাহাবুব (২০)।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সবুজবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মো. রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।