ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপ ১৭তম আসরের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
৬ ম্যাচের ৬ ইনিংসে ২৩ ওভার বল করে ১৭১ রান দিয়ে ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সুপার ফোরে ভারতের বিপক্ষে ৩৩ রানে ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের (বর্তমানে ১৫১ উইকেট) মালিক এখন ফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ উইকেট আছে সাকিব আল হাসানের।
এশিয়া কাপে বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন স্পিনার রিশাদ হোসেন ও পেসার তাসকিন আহমেদ।
৬ উইকেট শিকার করে তালিকায় তৃতীয় স্থানে আছেন স্পিনার মাহেদি হাসান।
এশিয়া কাপের বাংলাদেশ বোলারদের পারফরমেন্স :
বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মুস্তাফিজুর রহমান ৬ ৬ ২৩ ১৭১ ৯
রিশাদ হোসেন ৫ ৫ ১৬ ১১২ ৮
তাসকিন আহমেদ ৪ ৪ ১৬ ১৩৭ ৮
মাহেদি হাসান ৪ ৪ ১৬ ১১০ ৬
তানজিম হাসান ৪ ৪ ১৫ ১০১ ৪