ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মোট ১৯১ জন কাউন্সিলর চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচন।
প্রাথমিক তালিকায় না থাকলেও ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলররা চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন বিসিবির বর্তমান মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন এক ভার্চুয়াল বৈঠকের পর আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।
কাউন্সিলর পদ ফিরে পাওয়া ক্লাবগুলো হলো- এক্সাম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, পুরান ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
এ ছাড়া সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ- এই পাঁচ জেলার কাউন্সিলর পদেরও অনুমোদন দেওয়া হয়েছে।
নওগাঁ থেকে কাউন্সিলর হিসেবে মোহাম্মদ রুবায়েদ হক এবং বগুড়া থেকে মো. রকিবুল ইসলামের নাম নিশ্চিত করা হয়েছে। একই সাথে পাবনা ও সিরাজগঞ্জ থেকে যথাক্রমে মো. তাওহিদ তারিক খান ও মো. আব্দুল্লাহ আল মামুন এবং সিলেটের কাউন্সিলর হিসেবে সৈয়দ ফজলে এলাহীকে নিশ্চিত করা হয়েছে।
তবে নরসিংদী জেলা থেকে কোনো কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়নি। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকায়ও নরসিংদীর নাম বাদ পড়েছিল।