ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ওপেনার অভিষেক শর্মার ঝড়ো হাফ সেঞ্চুরিতে এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করে আজ ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করেছে ভারত। ৩১ বলে ৬১ রান করেন অভিষেক।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার শুভমান গিলকে (৪ রান) হারালেও অভিষেক শর্মা ঝড়ে পাওয়ার প্লেতে ৭১ রান তোলে ভারত। এসময় ২২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেন অভিষেক। চলতি আসরে এ নিয়ে টানা তৃতীয় অর্ধশতক করলেন এই বাঁ-হাতি ব্যাটার।
নবম ওভারে শ্রীলংকা অধিনায়ক ও স্পিনার চারিথ আসালঙ্কার বলে আউট হওয়ার আগে ৮টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬১ রান করেন অভিষেক।
দ্বিতীয় উইকেটে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে ৩৩ বলে ৫৯ রানের জুটি গড়েন অভিষেক। জুটিতে ১৩ বলে ১২ রান অবদান রাখেন সূর্য।
দলীয় ৯২ রানের মধ্যে সূর্য ও অভিষেক ফেরার পর ভারতের রানের চাকা সচল রাখেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। তাদের ৪২ বলে ৬৬ রানের জুটিতে বড় সংগ্রহের পথ পায় ভারত। ১টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে ৩৯ রান করে আউট হন স্যামসন।
এরপর ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ২৩ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ এনে দেন তিলক। ৪টি চার ও ১টি ছক্কায় তিলক ৩৪ বলে ৪৯ এবং ১টি করে চার-ছক্কায় প্যাটেল ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
শ্রীলংকার পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।