চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা দল

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩
ছবি : বাসস

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দল।

আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৪-১ গোলে হারিয়েছে শিবগঞ্জ উপজেলাকে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ।

তিনি বলেন, ‘ফুটবলের প্রতি যুব সমাজের আকর্ষণ বাড়াতে হবে। ক্রীড়ার আকর্ষণ হাজারো মাদকের চেয়ে বেশি। তাই আমাদের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিনোদন দিতে হবে।’

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নাকিব হাসান তরফদার।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন সদর উপজেলার মো. আব্দুস সামাদ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন সদর উপজেলার আহাদ আলী।

পাঁচ দলের অংশগ্রহণে গত ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সার্ক পুনরুজ্জীবনে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার
জাতিসংঘে ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা
‘সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হই’ : মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান
নির্বাচনে যদি কোন দলকে সুবিধা দেয়া হয়, জনগণ মেনে নেবে না : রিজভী 
নারীর ক্ষমতায়ন সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা
ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ
রোহিঙ্গা সংকট: স্থায়ী সমাধান ও তহবিল বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার
অবৈধ সম্পদ সংরক্ষণকারী দেশকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
অভিষেকের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান
১০