ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোর থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হার এবং সুপার ফোরে সমান তিন ম্যাচে ১টি জয় ও ২টিতে হেরেছে টাইগাররা।
এবারের এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার সাইফ হাসান। ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ১৭৮ রান করেছেন সাইফ।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৯ রান করেছেন তাওহিদ হৃদয়। ৬ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
৪ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে বাংলাদেশের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।
সাইফ-হৃদয় ও লিটন ছাড়া এই এশিয়া কাপে বাংলাদেশের হয়ে আর কোনো ব্যাটার ১শ রানও করতে পারেনি।
এশিয়া কাপের বাংলাদেশ ব্যাটারদের পারফরমেন্স :
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় স্ট্রাইক রেট
সাইফ হাসান ৪ ৪ ১৭৮ ৪৪.৫০ ১২৮.০৫
তাওহিদ হৃদয় ৬ ৬ ১৩৯ ২৭.৮০ ১১৩.৯৩
লিটন দাস ৪ ৪ ১১৯ ২৯.৭৫ ১২৯.৩৪
শামিম হোসেন ৬ ৫ ৯৭ ৩২.৩৩ ১১৪.১১
জাকের আলি ৬ ৬ ৭১ ২৩.৬৬ ১০৭.৫৭