নৌ বাহিনীর ব্যবস্থাপনায় সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫
ছবি : আইএসপিআর

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান এডহক কমিটি বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা হাজী মহসিন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে। নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসানের সভাপতিত্বে বহুল প্রত্যাশিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় বিগত দিনে সাবেক সাঁতারু ও সংগঠকদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের স¥রণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে সভাপতি তাঁর স্বাগত ভাষণ প্রদান করেন।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে। এছাড়াও সভায় ফেডারেশনের গঠনতন্ত্র সম্পর্কে বিষদ আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসময় সভাপতি সকল সদস্য ও অংশীজনদের সম্মতিক্রমে উত্থাপিত প্রস্তাবনাসমূহ অনুমোদন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, সুইমিং ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।

এছাড়াও এ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ সম্পদ সংরক্ষণকারী দেশকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
অভিষেকের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান
ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি : জাতিসংঘে প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ
সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজায় তারেক রহমানের উপহার
রেকর্ড রেমিট্যান্স প্রবাহ অর্থনৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়তা করছে
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা দল
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
যশোরে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
১০