লিটনের অনুপস্থিতি দলের বড় ক্ষতি : সিমন্স

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গতরাতে এশিয়া কাপে সুপার ফোর পর্বে  নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে এ ম্যাচেও খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। অধিনায়কের অনুপস্থিতি দলের উপর প্রভাব ফেলেছে বলে মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, লিটন না থাকায়  দলের বড় ক্ষতি হয়েছে।

দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। তবে ব্যাটারদের ব্যর্থতায় ১১ রানে হেরে সুপার ফোর থেকে বিদায় নেয় টাইগাররা। ৯ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। অঘোষিত সেমিফাইনাল হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় তারা।

অনুশীলনে ইনজুরির কারণে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি ব্যাট হাতে ফর্মে থাকা লিটন। এশিয়া কাপে পাঁচ ইনিংসে দু’টি হাফ সেঞ্চুরিতে মোট ২৭৩ রান করেন তিনি।

দুবাইয়ে পাকিস্তানের কাছে হারের পর সিমন্স বলেন, ‘দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ককে হারানো আমাদের জন্য বড় ক্ষতি। তার অনুপস্থিতি দলে প্রভাব ফেলেছে।’

জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররাও ভুল শট খেলেই আউট হয়েছেন। এ ব্যাপারে সিমন্স বলেন, ‘আমাদের কোনো ওভারে তাড়াহুড়া করার দরকার ছিল না। আমাদের শুধু ম্যাচটি জিততে হতো।’

তিনি আরও বলেন, ‘আমরা খারাপ সিদ্ধান্ত নিয়েছি। সব দলেরই বেলায়ই হয়ে থাকে। আজ দিনটি আমাদের ছিল। আমাদের শট নির্বাচন আজ সেরা ছিল না।’

সুপার ফোরে ভারতের বিপক্ষেও ১৬৯ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। কিন্তু ভারত ম্যাচের আগে শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ১৬৯ রান তাড়া করে ৫ উইকেটে জিতেছিল টাইগাররা।

সিমন্স বলেন, ‘আমরা মাত্র দুই ম্যাচ আগে শ্রীলংকা বিপক্ষে ১৬৯ রান তাড়া করেছি। আমরা এমন দল নই যে, তানজিদ হাসান এবং অধিনায়ক লিটনকে এক ম্যাচে হারিয়ে সেই শূন্যতা সহজে পূরণ করতে পারব। আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
যশোরে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিলেটে চব্বিশ ঘণ্টায় পাঁচ জনের করোনা শনাক্ত
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
দুর্নীতির সাথে সম্পর্ক নেই এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন : ডোনার
দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে
নৌ বাহিনীর ব্যবস্থাপনায় সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০