ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামির এ রিমান্ড মঞ্জুর করা হয়।
আজ (রোববার) কারাগার থেকে তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করে পুলিশ।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক মো. হাফিজুল ইসলাম সুষ্ঠু তদন্তের জন্য আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা করা হয়।
তাদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। মামলার অনুসন্ধানে বেনজীর আহমেদের অর্থপাচারের সঙ্গে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতার প্রমাণ পায় দুদক।
গত ১৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে পৃথক দুটি মামলায় আদালত এনায়েতের মোট সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।