দিনাজপুরে এলএসডির ৩১৯ টন চাল ও ৪,২৭৮ বস্তা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

দিনাজপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডিতে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি চাল ও খালি বস্তা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে আজ দুপুরে মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- ঘোড়াঘাট ডুগডুগি এলএসডি-র উপ-পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোছা: আনোয়ারা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল, নিরাপত্তা প্রহরী (সাময়িক বরখাস্ত) মো. মফিজুল ইসলাম এবং শ্রমিক সর্দার মো. শাহিনুর আলম।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ডুগডুগি এলএসডির দুটি গুদাম থেকে মোট ৩১৯.১৪ মেট্রিক টন চাল এবং ৫০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ৪,২৭৮টি খালি বস্তা আত্মসাৎ করেছেন। আত্মসাৎকৃত মালামালের সরকারি মূল্য ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, তদন্ত কমিটি ২০২৪ সালের মে মাসে এলএসডির গুদামগুলোতে প্রবেশ করে পুনরায় খামাল গঠন করলে চাল ও বস্তার ঘাটতি ধরা পড়ে। খামাল গঠনের সময় দেখা যায়, গুদামে বাইরের অংশে বস্তা সাজানো থাকলেও ভিতরে ছিল ফাঁকা। সর্বশেষ রেকর্ডে ১,০৬৪.১৫৫ মেট্রিক টন চাল থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ৭৪৫.০১ মেট্রিক টন। এতে ১০,০৬৬ বস্তায় ৩১৯.১৪ মেট্রিক টন চালের ঘাটতি শনাক্ত হয়।

এছাড়া রেকর্ড মোতাবেক ২৯,৩১৮টি খালি বস্তা থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫,০৪০টি। ঘাটতিতে পাওয়া যায় ৪,২৭৮টি খালি বস্তা।

ঘটনার সময়কাল ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এবং ঘটনাস্থল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি।

মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 
ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা
জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে দুর্গাপূজা শুরু
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
১০