ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এই সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোমাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এই দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রবর্তন, নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মানসম্মত জাতীয় সংসদ গঠন ও দক্ষ আইনপ্রণেতা তৈরির পরিবেশ নিশ্চিত করা এবং প্রত্যেকটি ভোটের সঠিক মূল্যায়ন। দলের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যেই জনগণের কাছে এই দাবিগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সমর্থন জানিয়েছে।
৫-দফা দাবির পক্ষে জনমত গড়ে তোলার লক্ষে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনার আয়োজন। ১০ অক্টোবর রাজধানীসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ। সংবাদ সম্মেলনে দেশবাসীকে এসব কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।