রাজবাড়ী, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ মাইক্রোবাসের চাপায় আবদুল হান্নান (৫৮) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পৌঁনে ১ টার দিকে রাজবাড়ী সদরে সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান জেলার পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে। তিনি পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা সাব-রেজিস্ট্রি অফিসে কাজ সেরে সার্কিট হাউসের সামনের সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস আবদুল হান্নানকে চাপা দিয়ে চলে যায়।
এ ঘটনায় আবদুল হান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আবদুল হান্নানকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ঘাতক মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।