ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা ঢাকায় একটি ফ্ল্যাট ও দোকান এবং ঢাকা ও নারায়ণগঞ্জে ৩৭ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।
আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ আবুল কালাম আজাদ অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখায় তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার আসামি শেখ আবুল কালাম আজাদ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এছাড়া তার দখলে থাকা স্থাবর সম্পত্তিগুলো জব্দ করা প্রয়োজন।