আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবে ইসি

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৫১
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, ‘আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলার সঙ্গে যে সকল সংস্থা জড়িত যেমন- সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে কমিশন সচিবালয় আমন্ত্রণ জানানো হয়েছে। এদের সঙ্গে ওইদিন আসন্ন নির্বাচনে আইনশৃংখলা বিষয়ে আলোচনা হবে।’ 

প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ‘এ সংক্রান্ত অ্যাপ ডেভেলপমেন্টের কাজ চলছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা সেটি উদ্বোধন করতে পারবো বলে আশা করছি।’

সচিব বলেন, ‘আমরা বেশ কিছু প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি। আরো কিছু প্রস্তুতি পর্ব চলমান রয়েছে। নির্বাচনের প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। সংসদ নির্বাচন হওয়ার পর আরেকটা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। স্থানীয় সরকার পর্যায়ের। কাজেই প্রস্তুতি চলমান প্রক্রিয়া।’

স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। এ বিষয়ে গণমাধ্যমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আপনাদের মাধ্যমে অর্গানাইজেশন সম্পর্কে ভালো অর্থবহ তথ্য পেয়েছি। এতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা প্রকৃত অবজার্ভারদেরকেই চিহ্নিত করতে পারবো। যাদের দিয়ে আমরা একটা ভালো অবজারভেশন পাবো।’

অংশীজনদের সাথে নির্বাচনী সংলাপ বিষয়ে তিনি বলেন, ‘আমরা অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং আলোচনা চলমান আছে।’

ইসি সচিব জানান, ‘নির্বাচনে যেসব দ্রব্য বা মালামাল প্রয়োজন হয় সেগুলোর জন্য আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে টার্গেট করে প্রস্তুতি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কাজ করছে টাস্কফোর্স, জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ টাকা
পার্বত্য চট্টগ্রামে ডিসেম্বরে ই-লার্নিং স্কুল চালু হবে : সুপ্রদীপ চাকমা
রাঙামাটিতে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের ত্রাণ বহরে রাশিয়ার হামলা
টাঙ্গাইলে ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
মিরপুরে আগুনের ঘটনায় নিহত ১৬ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
হংকংয়ের সাথে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
কুমিল্লায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ, খুশি কৃষকরা
১০