দেশের বিমানবন্দরগুলোর সাইবার হামলা মোকাবিলায় সক্ষম বেবিচক

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৪০ আপডেট: : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:১০
সংগৃহীত ছবি

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): দেশের বিমানবন্দর ও বিমান পরিবহন ব্যবস্থায় যেকোনো সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে।

মঙ্গলবার ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে সংস্থাটির তথ্য-প্রযুক্তি (আইটি) বিভাগের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-অক্টোবর ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোর সক্ষমতা জোরদারে মাসব্যাপী আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা, সাইবার ঝুঁকি মোকাবিলা এবং বিমান চলাচলে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন,  সাইবার নিরাপত্তা এখন আর বিকল্প নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। বিমান চলাচল সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তির দায়িত্ব হচ্ছে সিস্টেম ও তথ্য সুরক্ষিত রাখা। দৈনন্দিন কাজে সামান্য অবহেলাও বড় ঝুঁকি তৈরি করতে পারে। তবে সচেতনতা ও নিরাপত্তা নীতিমালা মেনে চলার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য সাইবার পরিবেশ নিশ্চিত করতে পারি।

বেবিচক চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমানে বিমান চলাচলের প্রায় সব কার্যক্রম-যেমন এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী তথ্য সুরক্ষা ও অবকাঠামোগত যোগাযোগ-ডিজিটাল সিস্টেমের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, একটি মাত্র সাইবার হামলা বা নিরাপত্তা ভঙ্গও ভয়াবহ প্রভাব ফেলতে পারে, যা শুধু যাত্রীদের আস্থা নষ্ট করবে না, বরং বৈশ্বিক বিমান চলাচল নেটওয়ার্ককেও অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি সতর্ক করে বলেন, বিমান চলাচল একটি আন্তঃসংযুক্ত বৈশ্বিক খাত-একটি বিমানবন্দরে হামলা হলে এর আন্তর্জাতিক প্রভাব পড়তে পারে। যদি একাধিক বিমানবন্দরে একই সময়ে সাইবার হামলা হয়, তাহলে আন্তর্জাতিক যোগাযোগ বিঘ্নিত হতে পারে, ফ্লাইট সময়সূচি বিলম্বিত হতে পারে, এমনকি আকাশপথ ব্যবস্থাপনাও বিকল হতে পারে।

বেবিচক চেয়ারম্যান জোর দিয়ে বলেন, সাইবার নিরাপত্তাকে কেবল আইটি বিশেষজ্ঞদের দায়িত্ব হিসেবে না দেখে এটি সম্মিলিত দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি কর্মকর্তাদের নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক লিংক পরিহার এবং নিয়মিত সিস্টেম আপডেট রাখার আহ্বান জানান। তার মতে, সচেতনতা হচ্ছে সাইবার নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা স্তর।

তিনি বলেন, কীভাবে সাইবার হামলা ঘটে আমরা যদি তা বুঝতে পারি, তাহলে প্রতিরোধ করাও অনেক সহজ হবে। দ্রুত রিপোর্ট করা ও ত্বরিত প্রতিক্রিয়া জানানো ক্ষতি কমানোর জন্য অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচক সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমডোর এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান। এতে ‘সেফ অনলাইন লিভিং’ বিষয়ক কারিগরি প্রক্রিয়া উপস্থাপনা করেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান।

পরে আবু সাঈদ মেহ্বুব খান গণমাধ্যমকে জানান, বিমান চলাচলে নিরাপত্তা বিপন্ন করতে পারে বা বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে-এমন যেকোনো সাইবার হুমকি শনাক্ত, প্রতিরোধ ও নিষ্ক্রিয় করতে বেবিচক পূর্ণ সক্ষমতা রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০