ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫০
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত। ছবি: বাসস

ফরিদপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। 

এই উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক  মো. কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর ও সিভিল সার্জন মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন ফরিদপুর  বিএসটিআইয়ের উপ পরিচালক কামাল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, সিনিয়র কৃষি বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ মোল্লা, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, এসডিসি ফরিদপুর এর কো-অর্ডিনেটর রোকসানা পারভীন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, উন্নত দেশের পণ্যের মান নিয়ে আমরা যেমন সহজে বিশ্বাস করি এটি ভালো। তেমনি আমাদের দেশি প্রোডাক্ট এর মান ভালো হওয়ার জন্য বিএসটিআই এর মনিটরিং আরও বাড়াতে হবে। সাধারণ জনগণ যাতে  মান সম্মত খাবার পেতে পারে, মানসম্মত পণ্য পেতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টানা দ্বিতীয় ড্র ময়মনসিংহ ও রংপুরের
সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল
মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪০
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি শিশুদের কল্যাণে বাংলাদেশ-ইউনিসেফের যৌথ উদ্যোগ
আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন
মাদারীপুরে বিদ্যালয়ের ভবন নির্মানে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান 
জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
জয়পুরহাটে দুই আসনেই বিএনপির নতুন প্রার্থী 
নতুন ৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
১০