স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২১:৪২
বুধবার বিকেলে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের সাকোয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন ও আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি: বাসস

লালমনিরহাট, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সব ধর্মের মানুষের সম্মিলিত আত্মদানের ফসল।

বুধবার বিকেলে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের সাকোয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন ও আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, জীবন উৎসর্গ করেছেন। তাদের সম্মিলিত আত্মদানেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাই এ দেশ সবার, আর স্বাধীনতার চেতনা গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করা প্রতিটি নাগরিকের মানবিক দায়িত্ব। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে লালমনিরহাট জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে দুলু বলেন, এরই অংশ হিসেবে তিনি প্রতিদিন জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন, আয়োজকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

সাকোয়া সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজকদের সঙ্গে আলোচনায় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
১০