বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:০১ আপডেট: : ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৬

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক ছাত্রদল নেতা মোঃ জসিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, জসিম উদ্দিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি কুমিল্লা শহর ও মহানগর বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন জসিম উদ্দিন। তিনি ঐতিহ্যবাহি কুমিল্লা সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। 

তার বড়ভাই মরহুম আলাউদ্দিনও জেলা ছাত্রদলের আহ্বায়ক, যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
গাজা ফ্লোটিলার ৪শ’ জনেরও বেশি কর্মী আটক : ইসরাইলি কর্মকর্তা
কানাডায় হামের প্রাদুর্ভাবে প্রথম মৃত্যু 
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০
শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ
বরেন্দ্রে জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য সংরক্ষণ কৃষি গুরুত্বপূর্ণ : বিশেষজ্ঞরা 
নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ
১০