সাবেক এমপি সামছুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৫১
জয়পুরহাট-১ (সদর পাঁচবিবি) আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু। ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জয়পুরহাট-১ (সদর পাঁচবিবি) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার এবং দুই সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে উল্লেখ করা হয়েছে, সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় তার সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

অনুসন্ধানকালে জানা যাচ্ছে যে, সামছুল আলম দুদু সংসদ সদস্য থাকাকালীন নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জনপূর্বক মানিলন্ডারিং এর মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার প্রায়াশ চালিয়ে যাচ্ছেন। 

তারা যাতে দেশত্যাগ না করতে পারেন, সে বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে পত্র প্রেরণসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদানে মহোদয়ের সদয় মর্জি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনস্টিটিউশন মেইকিং অ্যান্ড আনমেইকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজবাড়ীতে সাক্ষরতা ও কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
পঞ্চগড়ে সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবি
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
ভারত সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাভুমা
সরকারি তেল কোম্পানি এসএওসিএল’র ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
১০