নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৩
আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। ছবি: বাসস

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন একটি রাজনৈতিক দল।

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

১৮টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে দলটি। বিইউপি নামের নতুন এই রাজনৈতিক দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই দলের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা। দলটির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো-১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন, সুরক্ষা নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা।

দলটির আরো লক্ষ্য রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা। এই জনপদের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টিকে ধারণ ও লালন করে আমাদের নিজস্ব জাতীয়তাকে বিকশিত করা।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকা। প্রকৃত গণতান্ত্রিক চর্চা ধারাকে সমুন্নত ও প্রতিষ্ঠিত করা। মানবাধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সব ধর্মের সমমর্যাদা নিশ্চিত করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আবু সাঈদ স্মৃতিস্তম্ভ আমাদের স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখবে: বিআরইউআর ভিসি
প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষা পরিপন্থি পদক্ষেপ নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা 
আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
১২ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার
রাজবাড়ীতে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ 
আওয়ামী লীগকে মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে জাতিসংঘের প্রতি আহ্বান মঞ্জুর 
তুরষ্কের ফুটবলে বেটিংয়ের সাথে জড়িত দেড়শ রেফারি
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে দুদকের অভিযান
১০