গবেষণাকে বাজারমুখী করতে ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত 

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশকে উদ্ভাবন ভিত্তিক ও জ্ঞান নির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল ব্রিজ পার্টনার্স (ডিবিপি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) -এর সঙ্গে একটি কৌশলগত গবেষণা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, সম্প্রতি ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রধান আফসানা চৌধুরী এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাবিল চৌধুরী ও হায়দার আনোয়ার এই ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ডিজিটাল ব্রিজ পার্টনার্স (ডিবিপি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের “গবেষণা থেকে বাজারে” ( রিসার্চ-টু-মার্কেট) কর্মসূচির আওতায় গৃহীত এই ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে প্রয়োগমূলক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য নির্ভর উদ্ভাবনের ওপর জোর দেওয়া হয়। 

এ উদ্যোগের মূল লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বাজার ভিত্তিক প্রযুক্তিতে রূপান্তর করা, শিল্প খাতে প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং তথ্য-প্রমাণ ভিত্তিক নীতিনির্ধারণকে উৎসাহিত করা।

চুক্তির আওতায় যৌথভাবে জাতীয় অগ্রাধিকারমূলক ক্ষেত্র জলবায়ু সহনশীলতা, শিল্প রূপান্তর এবং তথ্য নির্ভর গবেষণা ও পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

একাডেমিয়া, সরকার ও বেসরকারি খাতের মধ্যে জ্ঞান হস্তান্তর ও দক্ষতা উন্নয়ন, গবেষণালব্ধ ফলাফল নীতিগত বিবেচনা ও জাতীয় পর্যায়ে বাস্তবায়ন এবং ভবিষ্যৎ গবেষণা ও যৌথভাবে বিনিয়োগ উদ্যোগের জন্য সম্পদ ও তহবিল সংগ্রহও এই অংশীদারিত্বের অন্তর্ভুক্ত হবে।

এই উদ্যোগ দেশের গবেষণা, উদ্ভাবন ও শিল্প প্রয়োগের মধ্যে একটি টেকসই সেতুবন্ধন গড়ে তুলবে। এর মাধ্যমে বাংলাদেশের বৈজ্ঞানিক অগ্রগতি সরাসরি জাতীয় উন্নয়ন এজেন্ডা ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবদান রাখতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী লায়লা ও ছেলে তমালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : মীর হেলাল 
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবলের তৃতীয় দিনের ফল
ঐকমত্য কমিশনের সুপারিশ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে : সালাহউদ্দিন আহমেদ
১০