ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে সিইসি’র সঙ্গে তার দপ্তরে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন।
সিইসি’র সাথে বৈঠকে আরো আছেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নিয়েছেন।
জানা গেছে, ইসির প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার দাবিতে সিইসি সঙ্গে এনসিপি’র এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এরআগে গত ২৩ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের ১১৫টা প্রতীকের যে প্রতীকের তালিকা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে, সংরক্ষিত প্রতীক যেটা আছে, সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?’
ইসি সচিব বলেন, ‘প্রতীকের যে তালিকা সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ওনাদেরকেই (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটা আমরা জানাবো। ওনারা (এনসিপি) এটা জানেন যে, এটা (শাপলা) নেই। এখন নিষ্পত্তি হবে দুইজনের সম্মতিতে। আমরা আশা করছি, একটা সম্মতি ওনাদেরই দিতে হবে।’
এরআগে ২২ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, আমরা সিইসি’র সাথে নিবন্ধন, প্রতীক এবং প্রবাসী ভোটের বিষয়ে আলোচনা করেছি। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, আমরা শাপলাতেই আছি, এনসিপি কনফার্ম শাপলাতেই থাকবে। তিনি আরো বলেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শামলা । আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না।