ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে কারিগরি শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক পরিচালক ও যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তনি বলেন, রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রী চন্দনা দাশের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট গ্রহণসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। রথীন্দ্রনাথ দত্ত নামে বেনামে দেশে-বিদেশে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করেছেন। এসব বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলেল নির্দেশ জারি করেছে দুদক।
তিনি আরও জানান, রথীন্দ্রনাথ দত্তের লিয়েন গ্রহণ এবং তার পাসপোর্ট ব্যবহার করে বিদেশ গমনাগমন সংক্রান্ত তথ্য যাচাইয়ে অনিয়ম পরিলক্ষিত হওয়ায়, রাষ্ট্রীয় স্বার্থে তার বিদেশ গমনাগমন রহিতকরণের জন্য আদালতে আবেদন করা হয়েছে।