স্বর্ণপদকপ্রাপ্ত উদ্ভাবক জিহাদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৫৬
ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত কিশোর উদ্ভাবক মো. জিহাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তরুণ গবেষকের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি জানাতেই এ আয়োজন।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র জিহাদ সম্প্রতি ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন-২০২৫’-এ গোল্ড মেডেল অর্জন করে দেশব্যাপী আলোচনায় আসেন। তার এ অর্জন শুধু জেলার নয়, দেশের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জিহাদের অর্জনে অনুপ্রাণিত হয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সরাসরি নির্দেশ দেন তাকে শুভেচ্ছা জানাতে ও পাশে দাঁড়াতে। সেই নির্দেশনা অনুযায়ী আজ শনিবার দুপুর ২টার দিকে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দল চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরানপুর মহল্লায় জিহাদের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। 

সাক্ষাৎকালে দলের পক্ষ থেকে জিহাদকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয় এবং ভবিষ্যতে গবেষণাক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন (শোমিন), দর্শনা পৌর বিএনপির সাবেক কাউন্সিলর ও সমন্বয়ক কমিটির সদস্য শরীফ উদ্দিন, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, দর্শনা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতা আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, মমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ ছাত্রদল, যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান রুমন জানান, আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিভাবান তরুণদের পাশে দাঁড়ানো। মো. জিহাদ আমাদের গর্ব—তার উদ্ভাবনী ক্ষমতা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বড় আশার আলো।

সৌজন্য সাক্ষাতের সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, তরুণ উদ্ভাবক জিহাদের সাফল্য আমাদের গর্বিত করেছে। জিহাদের মতো উদ্ভাবকরা প্রমাণ করছে বাংলাদেশের ভবিষ্যৎ মেধা ও সৃজনশীলতার হাতেই নিরাপদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০