একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মকে ব্যবহারের চেষ্টা করছে : এ্যানি

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২০:০৯
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শনিবার লক্ষ্মীপুরে আয়োজিত বিএনপির উঠান বৈঠকে বক্তব্য দেন। ছবি: বাসস

লক্ষ্মীপুর : ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেছেন একটি রাজনৈতিক দল ইসলামকে ধর্মকে ব্যবহার করার চেষ্টা করছে।
 
আজ শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির এক উঠান বৈঠকে এ মন্তব্যে করেন এ্যানি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কোনো রাজনৈতিক দল কোনোভাবেই ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে? তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ও সহি শুদ্ধ সূরা-কারাত পড়লে হয় এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনীগ্রন্থ অনুসরণই যথেষ্ট।

সমাজের মাদকের আগ্রাসন সম্পর্কে তিনি বলেন, সুন্দর সমাজ গঠন করতে হলে এখুনি মাদক দূর করতে হবে। গ্রামগঞ্জে যারা মাদকব্যবসার সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমার অনুরোধ দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। 

নতুবা পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। 

এ্যানি আরও বলেন, কেউ বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করবেন, তা হবে না। তিনি এখনই দল থেকে বের হয়ে যান। কেউ ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করতে চান, তা হবে না। তাকে সে সুযোগ দেয়া হবে না। বিএনপির নাম ভাঙ্গিয়ে কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
১০