মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলতে আগ্রহী বাংলাদেশের রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:০১ আপডেট: : ১২ অক্টোবর ২০২৫, ১৮:২০
ছবি : বাসস

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মালদ্বীপে বাংলাদেশি একটি ব্যাংকের শাখা চালুর দীর্ঘদিনের দাবির ওপর বিশেষভাবে জোর দিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ ধরনের উদ্যোগে প্রবাসী কর্মীরা নিরাপদ, দক্ষ ও সাশ্রয়ী মূল্যের ব্যাংকিং পরিষেবা প্রদানের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন বলে উল্লেখ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার মালদ্বীপে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির জন্য আর্থিক সংযোগ এবং রেমিট্যান্স সুবিধা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

তিনি বিশেষ করে প্রবাসী কর্মীদের নিরাপদ, দক্ষ ও সাশ্রয়ী খরচে ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য মালদ্বীপে একটি বাংলাদেশি ব্যাংকের শাখা প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির ওপরও এসময় গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল হাইকমিশনারের মূল্যবান অন্তদৃষ্টির প্রশংসা করেন এবং তারা আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। তারা বিদেশে বাংলাদেশি নাগরিকদের জন্য আর্থিক প্রবেশাধিকার ও রেমিট্যান্স পরিষেবা জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকের পর হাইকমিশনার নাজমুল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং আলোচনা সম্পর্কে তাকে অবহিত করেন। মালদ্বীপে বাংলাদেশি একটি ব্যাংকের শাখা স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপরও জোর দেন তিনি।

উভয় পক্ষ বাংলাদেশ সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক সহযোগিতা বৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যৌথভাবে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
শিশু অধিকার ও টেকসই উন্নয়নে ইউনিসেফ ও আইসিসিবির যৌথ সংলাপ অনুষ্ঠিত
গাজায় বন্দি বিনিময়ের অপেক্ষা ফুরাচ্ছে সোমবার, শান্তি সম্মেলনে ট্রাম্পসহ বিশ্বনেতারা
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় চোরাচালানী পণ্যসহ এক নারী চোরাকারবারী আটক
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
১০