ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড (আইওসিই) ২০২৫-এ বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
ঢাকায় রাশিয়ার দূতাবাস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি দল আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড জিতেছে এবং তাসিন মোহাম্মদ ব্যক্তিগতভাবে স্বর্ণপদক জিতেছে। এটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
প্রতি বছর এ প্রতিযোগিতা আয়োজিত হয় এবং এটি বিশ্বের বিভিন্ন দেশের তরুণ বিজ্ঞানমনস্কদের একত্রিত করে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে উদ্ভাবন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
গত মাসে অনুষ্ঠিত এই বছরের ইভেন্টে ১১টি দেশের ৩৯ জন তরুণ অংশ নেয়। এটি জলবায়ু সচেতনতা ও টেকসই উন্নয়নের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিশ্রুতির প্রতিফলন।
অলিম্পিয়াডটি তরুণদের সৃজনশীল ও বৈজ্ঞানিক সক্ষমতা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
রাশিয়া দূতাবাস অংশগ্রহণকারীদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছে বলেছে, তাদের অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের বৈজ্ঞানিক, গবেষণা ও জলবায়ু সচেতনতার ক্রমবর্ধমান শক্তিরই প্রতিফলন।
আইওসিই ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক বৈজ্ঞানিক উদ্যোগে ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং পরিবেশগত উদ্ভাবন ও টেকসই উন্নয়নের ভবিষ্যৎ নেতাদের প্রশিক্ষণে প্রতিশ্রুতির বিষয়টি ওঠে এসেছে।