নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে: আলতাফ হোসেন চৌধুরী

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০২

পটুয়াখালী, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বলেও উল্লেখ করেন তিনি। 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আজ মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভা দুমকির মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো। এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান। সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মতিউর রহমান দিপু। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার
আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : দুদু
কম্বোডিয়ায় নিখোঁজ ৮০ দক্ষিণ কোরিয়ান, প্রতারণা চক্রে জড়িয়ে পড়ার আশঙ্কা
এনআইডি কার্ডে অসঙ্গতি : বরিশালে পুলিশ হেফাজতে ৪ জন
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কাজ করছে টাস্কফোর্স, জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ টাকা
পার্বত্য চট্টগ্রামে ডিসেম্বরে ই-লার্নিং স্কুল চালু হবে : সুপ্রদীপ চাকমা
রাঙামাটিতে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের ত্রাণ বহরে রাশিয়ার হামলা
টাঙ্গাইলে ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
মিরপুরে আগুনের ঘটনায় নিহত ১৬ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
১০