কম্বোডিয়ায় নিখোঁজ ৮০ দক্ষিণ কোরিয়ান, প্রতারণা চক্রে জড়িয়ে পড়ার আশঙ্কা

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২১:৪১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস): কম্বোডিয়ায় ভুয়া চাকরি ও প্রতারণা কেন্দ্রের শিকার হয়ে দক্ষিণ কোরিয়ার প্রায় ৮০ জন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সম্প্রতি সেখানে এক শিক্ষার্থীর নির্যাতনে মৃত্যুর ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কম্বোডিয়ায় প্রবেশের পর ৩৩০ জন দক্ষিণ কোরিয়ান নিখোঁজ হয়েছেন বা জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে। আগস্ট পর্যন্ত প্রায় ৮০ জনের নিরাপত্তা এখনও নিশ্চিত করা যায়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংখ্যাগুলো যেন পুনরাবৃত্ত না হয়, সে জন্য তারা দেশের পুলিশ তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করছে।

দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য ইউন হু-দুক জানিয়েছেন, ২০২৩ সালে কম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়ানদের অপহরণের ঘটনা ছিল প্রায় ২১টি, কিন্তু চলতি বছরের আগস্ট পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ১৫ গুণে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং মঙ্গলবার বলেন, ‘কম্বোডিয়ায় সাম্প্রতিক অপহরণগুলো দক্ষিণ কোরিয়ানদের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

এই পরিস্থিতি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০