বিএনপির ৩১ দফা বাস্তবায়ন দেশের উন্নয়নে গতিশীলতা আনবে : শামসুজ্জামান দুদু

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:২৭
শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

চুয়াডাঙ্গা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে গতিশীলতা আনবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেছেন।

আজ (শনিবার) চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোন সমস্যা নেই। জাতীয় নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।

জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে। সকলের ভিন্নমত পোষণের সুযোগ রয়েছে। যেসব দল অনুষ্ঠানে যায়নি, তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কারণ প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতে সুযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ বাসভবন থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। এরপর বড় বাজার, হাসান চত্বর ও কাচা বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, মকলেছুর রহমান মকলেস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু
বিমানবন্দরে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৫ হাজার পুলিশ সদস্য
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিক নিয়ন্ত্রণে
প্রথম ফাইফার রিশাদের
প্রতিবন্ধী দাবা অলিম্পিয়াড খেলতে কাজাখস্তান গেল বাংলাদেশ দল
১০