নির্বাচনকে সামনে রেখে বিএনপি কর্মীদের মাঠে থাকতে হবে : আবুল খায়ের ভূঁইয়া

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২০:০৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে, যাতে কোনো অপশক্তি ফায়দা লুটতে না পারে।”

আজ শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার নবীগঞ্জ মাদরাসা মাঠে চররুহিতা ইউনিয়ন মহিলা দলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, “বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। অন্তরে এক, বাহিরে আরেক- এই ধরনের দ্বিচারিতার অধিকারীদের বিষয়ে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কথায় ও কাজে মিল থাকতে হবে। আমাদের কথায় ও কাজে বেমিল হলে চলবে না।”

তিনি বলেন, “আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথায় ও কাজে মিল রয়েছে। তিনি হাসিনার সঙ্গে কখনো আতাত করেননি, দীর্ঘদিন জেল খেটেছেন। এরশাদের সঙ্গেও আতাত করেননি, জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি, আমরা যা বলি, তা করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রতিটি মানুষের দায়-দায়িত্ব তিনি নেবেন।”

তিনি আরও বলেন, “কারা ভোট দিয়েছে, না দিয়েছে- তাতে কিছু আসে যায় না। যে কোনো মূল্যে ভোটারদের কাছে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে।”

আবুল খায়ের ভূঁইয়া বলেন, “ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। একটি দল গ্রামেগঞ্জে মা-বোনদের ভুল বুঝিয়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে। তারা এটা কোথা থেকে পেল, ডিলারশিপ দিল কারা, কারা বিক্রি করে, আমরা জানি না।”

তিনি বলেন, “একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অথচ গ্রামে-গঞ্জে ঘুরে তাদের প্রার্থীদের পক্ষে ভোট কুড়িয়ে বেড়ায় এবং পরিচয় করিয়ে দেয়- এটি স্ববিরোধী অবস্থান। নির্বাচন করতে হলে নির্বাচনের কথাই বলতে হবে। ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত নয়।”

তিনি বলেন, “এ দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ভালোবাসে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার প্রধানমন্ত্রী বানিয়েছে।

আগামীতে তারেক রহমান দেশের হাল ধরবেন।”

চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির নুর হোসেন চৌধুরী আরজু এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিক নিয়ন্ত্রণে
প্রথম ফাইফার রিশাদের
প্রতিবন্ধী দাবা অলিম্পিয়াড খেলতে কাজাখস্তান গেল বাংলাদেশ দল
খুলনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব
১০