প্রথম ফাইফার রিশাদের

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২০:৪৫

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত পাঁচ উইকেট নিলেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান রিশাদ।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসে ৯২ রানে পতন হওয়া প্রথম ৫ উইকেটই শিকার করেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিংকে ৪৪, অ্যালিক আথানাজেকে ২৭, কেসি কার্টিকে ৯, শেরফানে রাদারফোর্ডকে শূন্য এবং চেজকে ৬ রানে শিকার করেন তিনি। এতে ক্যারিয়ারের প্রথমবারের মত ইনিংসে ফাইফারের দেখা পান রিশাদ। 

২০২৩ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিশাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ। কিন্তু কোন ম্যাচেই ৩এর বেশি উইকেট শিকার করতে পারেননি তিনি। 

ওয়ানডেতে ৩৭ রানে ২ এবং টি-টোয়েন্টিতে ১৮ রানে ৩ উইকেট রিশাদের ক্যারিয়ার সেরা বোলিং ছিল। 

এছাড়া বাংলাদেশের প্রথম ডান হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট শিকার করলেন রিশাদ। এর আগে বাংলাদেশের ডান-হাতি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগার ছিল রাজিন সালেহের। 

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪.৩ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন রাজিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ফেংশেন ঝড় আতঙ্কে উপকূল ছাড়ছে বাসিন্দারা
জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ
দেশের জনগণকেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে : বিচারপতি ড. তারিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু
বিমানবন্দরে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৫ হাজার পুলিশ সদস্য
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
১০