জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২৩:২২

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সদস্য সন্তানদের জন্য দুই দিনব্যাপী শিশু আনন্দমেলায় খেলাধূলা, যাদু ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। 

সকালে শিশুরা দৌড়, অংক দৌড়, এয়ারগান শুটিংয়ে অংশ নেয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের গান ও বিশিষ্ট যাদু শিল্পী জুয়েল আইচের যাদু দেখে শিশুরা মুগ্ধ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও এ কে এম মহসীন।

ক্রীড়া উপ-কমিটির সদস্য আনোয়ার উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ ছাড়াও ক্রীড়া উপ-কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, মফিজুর রহমান খান বাবু, ডি এম আমিরুল ইসলাম অমর ও আব্দুল্লাহ মজুমদারসহ ক্লাবের সিনিয়র ও নতুন সদস্যদের উপস্থিতিতে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।  

শিশুদের পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। আগামীকাল ১৯ অক্টোবর রোববার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোরে সদস্যদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল : ডা. এজেডএম জাহিদ 
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১০