আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল : ডা. এজেডএম জাহিদ 

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৩
ছবি : বাসস

দিনাজপুর, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সাধারণ মানুষের পাশে থাকার দল, আর আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল।
 
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া জনগণের উন্নয়নে কাজ করেছেন। আগামীতে তাদের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারলে, এদেশের জনগণের উন্নয়নে নিলসভাবে কাজ করবেন ইনশাল্লাহ।’

শনিবার রাতে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের রাতের এই কর্মী সমাবেশে এত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতি প্রমাণ করে, আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কতটা ভালোবাসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বিএনপি’র প্রতীক ধানের শীষে ভোট দিয়ে এর বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমি বিশ্বাস করি।’

এজেডএম জাহিদ হোসেন বলেন, এই যে পল্লী বিদ্যুৎ আপনারা দেখছেন, এটি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, কী করবে, তা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। বিএনপি’র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের জনগণের প্রত্যাশা অবশ্যই পূরণ হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলা বিনোদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মামুন, মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাজ্জাদ আল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল : ডা. এজেডএম জাহিদ 
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১০