ফিলিপাইনে ফেংশেন ঝড় আতঙ্কে উপকূল ছাড়ছে বাসিন্দারা

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২৩:২৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফেংশেন’ আঘাত হানার আগেই বন্যার আতঙ্কে আজ শনিবার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকা থেকে হাজার-হাজার বাসিন্দা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ২ লাখ ৭০ হাজার জনসংখ্যার দরিদ্র দ্বীপ ক্যাটানডুয়ানেসে আজ দিনের শেষের দিকে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানতে পারে।

আগামীকাল রোববার সকালে লুজনের মূল দ্বীপে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

সরকারি আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ফেংশেনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ মিটার উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এতে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বন্যার ঝুঁকি রয়েছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় আলবে প্রদেশে প্রায় ১৭ হাজার বাসিন্দা এবং পার্শ্ববর্তী ক্যাটানডুয়ানেস দ্বীপের ৯ হাজারেরও বেশি বাসিন্দা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনে প্রতি বছর প্রায় ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে। নিয়মিতভাবে এমন এলাকায় দুর্যোগগুলো আঘাত হানে, যেখানে লাখ-লাখ দরিদ্র মানুষের বাস।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণে পৃথিবী উষ্ণ হওয়ার ফলে এ ধরনের ঝড়গুলো আরো শক্তিশালী হয়ে উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০