চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২০:২৭

চাঁদপুর, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : চাঁদপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের এই আসওে চ্যাম্পিয়ন হয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মতলব।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মতলব উত্তরের মো. সাকিব হোসেন। 

দুই গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন ফরিদগঞ্জের তারিকুল ইসলাম। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার কারণে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মতলব উত্তরের মো. ওমর সানি মুন্সী।

জেলার ৮ উপজেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ছিল খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও দর্শকদের প্রানবন্ত উপস্থিতি। ফাইনাল খেলায় স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। উৎসবমুখর পরিবেশে প্রায় দশ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী ম্যাচটি উপভোগ করেন ।

ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল ২০ হাজার টাকা, রানারআপ দল পায় ১৫ হাজার টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পেয়েছেন ৫ হাজার টাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস। 

খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক করে তোলে। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিক নিয়ন্ত্রণে
প্রথম ফাইফার রিশাদের
প্রতিবন্ধী দাবা অলিম্পিয়াড খেলতে কাজাখস্তান গেল বাংলাদেশ দল
খুলনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব
১০