দেশের জনগণকেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে : বিচারপতি ড. তারিক

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২২:৩৯
ছবি : বাসস

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা  ড. আবু তারিক বলেছেন, বাংলাদেশের জনগণকেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

আজ শনিবার রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিচারপতি ড. তারিক বলেন, আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড। অতীতের ইতিহাস থেকে আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

আর এই জন্য প্রয়োজন জনগণের সমর্থন ও ভালবাসা।

তিনি বলেন, শিক্ষাক্ষে মূল্যহীন করে রেখে জাতীয় এগোতে পারে না। আমাদেরকে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে দেশ সমাজের পরিচালনায় শিক্ষিত জ্ঞানীদের এগিয়ে আসতে হবে।

ড. তারিক বলেন, জ্ঞানী গুণীদের মূল্যায়ন করা না হলে সামাজে জ্ঞানী মানুষ তৈরি হয় না। তাই আমাদেরকে গুণীজনদের সংবর্ধনা ও সম্মান করতে হবে। 

তিনি বলেন, প্রত্যেক মানুষের ছোট ছোট অবদানকেও মূল্যায়ন করতে শিখতে হবে।

সাবেক এই বিচারপতি বলেন, আমাদের সবাইকে ভুলে গেলে চলবে না এই বাংলাদেশ আমাদের প্রাণের ভূমি মাত্ভূমি। সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজের কল্যাণে মনোনিবেশ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ভোলা জেলা চরফ্যাশন উপজেলা ওসমানগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি আতিক ওসমানীসহ গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল : ডা. এজেডএম জাহিদ 
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১০