রাজনৈতিক নেতৃত্বে ও সংগঠনে গুনগত পরিবর্তনের প্রত্যাশা নতুন প্রজন্মের : এ্যানি

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:০২
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজ লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ভ্যানগার্ড আয়োজিত হামদ-নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,
রাজনৈতিক নেতৃত্বে ও সংগঠনের মধ্যে গুনগত পরিবর্তনের প্রত্যাশা করে নতুন প্রজন্ম।

আজ লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ভ্যানগার্ড আয়োজিত হামদ-নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছরের ইতিহাসের কথা উল্লেখ করে এ্যানি বলেন, নতুন জেনারেশনের নেতৃত্বে জুলাইয়ে সবাই মিলে একত্রিত হয়েছি। রাজনৈতিক নেতৃত্বের ও রাজনৈতিক সংগঠনের মধ্যে গুণগত পরিবর্তন খুবই বেশি প্রয়োজন। বতর্মান নতুন প্রজন্ম ও কোমলমতি শিক্ষার্থীরা সেটাই রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করেন, আর এই প্রত্যাশাটাই বেশি প্রয়োজন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সমাজের অশান্তি ও হানাহানি দূর করতে হলে সবার আগে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিশেষ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি এগিয়ে আসতে হবে।
স্বেছাসেবী সংগঠন ভ্যানগার্ডের সদস্য নেছার উদ্দিনের সভাপতিত্বে আজ এ অনুষ্ঠান হয়।

এ্যানি আরো বলেন, সমাজ থেকে টাউট-বাটপার, সন্ত্রাস, মাদকসহ নানা অপকর্ম পরিহার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন জেনারেশন এগিয়ে আসতে হবে। তাদের সুযোগ করে দিতে হবে। তাহলে সমাজটা পরিবর্তন করা সহজ হবে। আর যদি সেটা করতে না পারি, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, সবাই মিলে সুন্দর একটি দেশ চাই। নতুন প্রজন্মের বিকল্প নাই। যেটা ৫ আগস্টে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই প্রজন্ম। তাই সামনে সব কিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ স্বেচ্ছাসেবী সংগঠন ভ্যানগার্ডের নেতৃবৃন্দ।

পরে হামদ-নাত ও গজল প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল : ডা. এজেডএম জাহিদ 
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১০