এখন সবাই নির্বাচনমুখী : ডিএমপি কমিশনার

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৪০
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিএমপি ও জাইকার আয়োজনে রোড সেফটি সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখেন। ছবি : ডিএমপি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫( বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এখন সবাই নির্বাচনমুখী। জনগণ ভোট দিতে চায়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএমপি-জাইকার আয়োজনে রোড সেফটি সেমিনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নভেম্বরের শেষ দিকে ‘একটি চমৎকার নির্বাচনী পরিবেশ’ তৈরি হবে।

তিনি বলেন, এবারের নির্বাচনকে ঘিরে একটি 'নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য' পরিবেশের আশা করা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে ।

তিনি বলেন, যাদের বয়স ৩৫-৪০, তারাও জীবনে ভোট দেয়নি- এটা আমাদের দেশের জন্য দুঃখজনক।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না।'

তিনি বলেন, তাদের কর্মসূচি বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। 'আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সামনে একটা নির্বাচন আসছে, পুলিশ দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে।'

সাজ্জাত আলী বলেন, নির্বাচনী দায়িত্ব কীভাবে পালনের বিষয়ে আমরা সারা দেশে ট্রেনিং চালাচ্ছি—ডিএমপিতেও চলছে। আমি সবসময় আমার অফিসারদের বলছি, ১০০ ভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।'

তিনি বলেন, 'একটি দলের কার্যক্রম নিষিদ্ধ। তারা ককটেল বিস্ফোরণ, নাশকতার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি—যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।'

তিনি বলেন, ‘ সব ধরনের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির বৈঠক
১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
বেনিনে বিরোধী দলীয় নেতার প্রেসিডেন্ট প্রার্থীতা বাতিল
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ একটি যুগোপযোগী পদক্ষেপ : ভূমি সচিব
১০