৫ দিনের রিমান্ডে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৫
ফারইস্ট লাইফ ইন্সুইরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ২০৭ কোটি টাকা আত্মসাৎ এর মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালত।

আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়,  ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ২০৭ কোটি টাকা আত্মসাৎ এর মামলায় ঢাকার বংশাল এলাকা থেকে আজ দুপুরে দুদক তাকে গ্রেফতার করে  সিনিয়র মহানগর  স্পেশাল জজ আদালতে সোপদ্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

দুদক জানায়, আসামি মো. নজরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান থাকাকালে অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে কোম্পানির নামে তোপখানা রোডস্থ ৩৬, তোপখানা রোডের ৩৩.৫৬ শতাংশ জমি ও ভবন ২০৭ কোটি ৬০ লাখ  টাকায় ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ৪৫ কোটি টাকা স্থানান্তর করেন। পরবর্তীতে অর্থটির অবৈধ উৎস ও অবস্থান গোপন করতে বিভিন্ন ব্যাংকে হস্তান্তর করেন, যা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারা, দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ। 

তদন্তে জানা যায়, বিক্রেতাদের সঙ্গে যোগসাজশে তিনি ও তার স্ত্রী তাসলিমা ইসলাম মোট ১৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির বৈঠক
১০