রোগীদের সুস্থতায় চিকিৎসকদের পরম আনন্দ : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:২৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চিকিৎসকদের জীবনের সবচেয়ে গুরুত্বপূূর্ণ অর্জন রোগীদের সুস্থতায় ফিরিয়ে আনা, তাই করোনার মতো মহামারিতেও জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়ে গেছেন। তরুণ চিকিৎসকদের চিকিৎসা পেশার এই আত্মত্যাগের মহিমাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকদের ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, আজকে যেসব ইন্টার্নি চিকিৎসকদের ছাড়পত্র দেয়া হল তাদের মনে রাখতে হবে আপনাদের পূর্বসূরি চিকিৎসকরা করোনা মহামারীকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। অনেকে চিকিৎসা দিতে গিয়ে মারা গেছেন, অনেকে রোগাক্রান্ত হয়ে আজো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা চিকিৎসা পেয়েছি। তরুণ চিকিৎসকদের আত্মত্যাগের এই মহিমাকে হৃদয়ে ধারণ করতে হবে।

চসিক মেয়র তার কারাবাসকালীন অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ‘ডাক্তার হিসেবে আমাদের মূল দায়িত্ব হলো সবসময় রোগীদের পাশে থাকা। রোগীদের সুস্থতায়ই আমাদের সবচেয়ে বড় আনন্দ ও তৃপ্তি। কারাগারে থাকাকালীন আমি চিকিৎসাসেবা দিয়ে গেছি। চিকিৎসা পেশা শুধু চাকরি নয়, এটি মানবসেবার এক মহান দায়িত্ব।’

ডা. শাহাদাত হোসেন বলেন, মানুষের আস্থার জায়গায় ডাক্তারদের পৌঁছাতে হবে। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ করতে হবে। রোগীদের একটু মমতা দিয়ে কাউন্সেলিং করলে তারা যে মানসিক শক্তি পান তা তাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে চিকিৎসকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনে সব সময়ই চিকিৎসকরা জনগণের পাশে ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আব্দুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন চৌধুরী। এছাড়া, হাসপাতালের উপ-পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, ডা. মাহমুদুর রহমান, ডা. ফয়জুর রহমান ও ডা. বেলায়েত হোসেন ঢালি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
১০