কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক ৬৪০ পৃষ্ঠার গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অন্তর্র্বর্তী সরকারকে সহযোগিতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার চেষ্টা করছি। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি, কিছু রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, সেই চেষ্টা করছে। এটি ঠিক হচ্ছে না। এখন দ্রুত একটি রাজনৈতিক সরকার প্রয়োজন, কারণ দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা সবকিছু নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর।’

তিনি জাতীয় সংস্কার কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অল্প সময়ের মধ্যে তারা অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করেছেন। এটি প্রয়োজন ছিল পরিবর্তনের পরে।’

বিএনপির নেতৃত্বাধীন ধারাবাহিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় বিভিন্ন সংস্কার এনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং বেগম খালেদা জিয়ার ২০১৬ সালের ভিশন-২০৩০ এর কাজের ধারাবাহিকতা এই সংস্কারগুলোতে প্রতিফলিত হয়েছে।’

তিনি বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্যে। একদলীয় শাসন থেকে বহুদলীয় ব্যবস্থায় রূপান্তরের পেছনে বিএনপির অবদান রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার, মেয়েদের শিক্ষার অধিকার- সবই বিএনপি ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি অসম্মান এবং ইতিহাস মুছে ফেলার চেষ্টা নিয়ে ফখরুল বলেন, ‘জিয়ার নাম মুছে ফেলা যায় না। ইতিহাস তাকে ধারণ করেছে। কিউবার প্রেসিডেন্ট কাস্ত্রোর কথায়, ÔHistory will absorb.Õ শহীদ জিয়াউর রহমানের সঠিক মূল্যায়ন ইতিহাস করবে।’

ফখরুল তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘তিনি স্বাধীনতা, মানুষের অধিকার, গণতন্ত্র এবং দেশের উন্নয়নের পতাকা তুলে ধরেছেন। তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা হবে এবং অর্থনীতির গণতান্ত্রিকীকরণ হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। 

সঞ্চালনা করেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশররফ হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, কলামিস্ট সাখাওয়াত হোসেন সায়ান্থ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
১০