ক্র্যাবের ১০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৭
ক্র্যাব এর ১০৫তম বোর্ড সভা মঙ্গলবার রাজধানীর মহাখালিস্থ স্কয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর ১০৫তম বোর্ড সভা মঙ্গলবার রাজধানীর মহাখালিস্থ স্কয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ক্র্যাবের চেয়ারম্যান নূর এ আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন-বোর্ড সদস্য তপন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র প্রতিনিধি আসিফ সাদ বিন শামস, তানিয়া নুসরাত জামান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র প্রতিনিধি মো. নূরুল হুদা এবং ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেদ শামস আজাদ।

সভায় চলমান বাজার পরিস্থিতি ও চ্যালেঞ্জ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে ক্রেডিট রেটিং সেবা সম্প্রসারণে ক্র্যাবের নতুন উদ্যোগ এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বোর্ড সদস্যরা উল্লেখ করেন, দেশের আর্থিক খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও মানসম্মত ক্রেডিট রেটিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তারা বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সঠিক ও স্বচ্ছ রেটিং প্রক্রিয়া নিশ্চিত করতে ক্র্যাবের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রেডিট রেটিং সেবা প্রদানে ক্র্যাবের ধারাবাহিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 

সভায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবও আলোচিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্র-জাপান পরস্পরের ‘শক্তিশালী’ মিত্র: ট্রাম্প
সুদানের আরএসএফ’কে এল-ফাশারে ২ হাজার লোককে হত্যা করেছে
রাঙ্গামাটির ছোট হরিণায় বিজিবির মানবিক সহায়তা
খালেকুজ্জামান চৌধুরী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী
লালমনিরহাটে সবজির দাম কমলেও কমেনি মাছ-মাংসের 
বাঁশখালীতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার
অনিয়মের অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান
নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
জ্বালানি নিয়ে ট্রাম্প-অরবান বৈঠক আগামী সপ্তাহে
নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন: অধ্যাপক আলী রীয়াজ
১০