
ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা শাপলা কলি নেব। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্ত নিচ্ছি।
তিনি বলেন, ‘আমরা শাপলা কলি প্রতীক নিচ্ছি এবং এই প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণ করব শাপলা কলি প্রতীক নিয়ে। ধানের শীষের সঙ্গে শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা আশাবাদী।
এর আগে গত ৩০ অক্টোবর, নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য শাপলা কলিসহ মোট ১১৯টি প্রতীকের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
গেজেটে বলা হয়েছে, ‘রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা :— উপরোক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে, যথা :— (১) এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, অনুচ্ছেদ ২০ এর দফা (১) এর অধীন, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, নিম্নবর্ণিত প্রতীকসমূহ হইতে, প্রাপ্যতা সাপেক্ষে, যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।’