সরকার ভূমি সম্পর্কিত সব সেবা অনলাইনে দিচ্ছে: সালাহউদ্দিন নাগরী

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৯:৩৬
রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী কথা বলেন। ছবি: বাসস

রংপুর, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী বলেছেন, সরকার ভূমি সম্পর্কিত সব সেবা অনলাইনের মাধ্যমে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ভূমি সেবা সহায়তা-কেন্দ্রের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এই সহায়তা-কেন্দ্র মাঠ পর্যায়ে জনগণকে সহজে সেবা প্রদান করে আসছে। জনগণের সময়, খরচ ও ভোগান্তি হ্রাসে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।

আজ রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘রংপুরে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী এসব কথা বলেন।

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মো. আবু জাফর।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) মো. রেজাউল কবির।

প্রধান অতিথি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজতর করে জনগণকে সহজ ও উন্নত উপায়ে সেবা প্রদান করা।

জনগণ সব কিছুর মূল-উল্লেখ করে তিনি বলেন, জনগণের চাহিদামাফিক সেবা দেওয়ার জন্যই আমরা নিয়োজিত। সরকার ভূমি সম্পর্কিত সব কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে।

কর্মশালায় অর্জিত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মো. আবু জাফর বলেন, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে ভূমিসংক্রান্ত কাজ সম্পন্ন করা হচ্ছে। অনলাইনে ভূমি সেবা প্রসঙ্গে তিনি বলেন, নামজারি, খাজনা ও কর অনলাইনে পরিশোধ করা সম্ভব হচ্ছে বলে ভূমি ব্যবস্থাপনায় হয়রানি অনেকাংশে হ্রাস পাচ্ছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার মো. জহুরুল ইসলাম, উপ-কমিশনার মো. রবিউল ফয়সাল প্রমুখ।

কর্মশালায় রংপুর জেলা এবং আটটি উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা: এফএম সিদ্দিকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচার : ফরিদপুর জেলা পুলিশ
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের
নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়
রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 
বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ১৩১ সদস্যের কমিটি : বাকেরগঞ্জের সভাপতি জাহাঙ্গীরকে অব্যাহতি
১০