আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৫
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ - এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি : আইএসপিআর

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ আজ রোববার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান ওসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া, কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস অভ্যর্থনা জানান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের সকল অধিনায়কগণের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

সেইসঙ্গে তিনি নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডন্যান্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।

এছাড়া, আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক, জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া, কমান্ড্যান্ট, বিওএফ, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কমান্ড্যান্ট, ওসিএন্ডএস, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে প্রেষণে জনবল নিয়োগ সম্পর্কিত চুক্তি সই 
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গম খালাস শুরু
হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামীকাল, ট্রাইব্যুনাল বসবে ১১টায়
নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
এক ঘটনার দৃশ্যকে অন্য ঘটনার দাবি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট
‘নগদ-ডিআরইউ শ্রেষ্ঠ প্রতিবেদন পুরস্কার’ পেলেন ২৭ সাংবাদিক
বান্দরবানে নাফাখুমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
শিশু ও তরুণদের রক্ষায় কাজ করছে বিআরটিএ: বিআরটিএ চেয়ারম্যান
বিভাগ ঘোষণার দাবিতে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র মতবিনিময়
৬ জেলায় নতুন পুলিশ সুপার
১০