নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:০০

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): ‎‎নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকে ১২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে ৪০ ক্রেডিট কার্ড অ্যাকাউন্টও রয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, নগদ লিমিটেড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব হতে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়া,বিদেশি বিনিয়োগকারীদের নিকট শেয়ারের মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে শেয়ার হস্তান্তরের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে বলে সন্দেহের অবকাশ রয়েছে। 

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারণা এবং দেশী-বিদেশী মুদ্রা পাচার সম্পৃক্ত অপরাধ বিধায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। 

এ অবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য তালিকাভুক্ত নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ হতে সংগৃহীত অর্থ যাতে স্থানান্তর করতে না পারে সেজন্য অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠির ডিসির সঙ্গে জেলার দপ্তর প্রধানদের মতবিনিময়
ভেটেরিনারি পেশায় নৈতিকতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের কর্মসূচি
হাবিপ্রবিতে মাশরুম চাষ বিষয়ক কর্মশালার উদ্ভোধন
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১,৬৪৯ জন গ্রেফতার
সরকারি খরচায় ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৯৫ মামলা
শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
টঙ্গীতে চট ও প্লাস্টিকের গুদামে আগুন 
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১,৬৪৯ জন গ্রেফতার
১০