প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তিতে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস জামায়াত নেতার

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২২:৩২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’র কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, দেশব্যাপী প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে। এই কমিটি ১৯ নভেম্বর বেলা আড়াইটায় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে সমাজকল্যাণ উপদেষ্টা বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ.এইচ.এম সালেহ বেলাল, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি এম. এ সালাম, সিনিয়র সহ-সভাপতি মো. সুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মীর হাসানুল রাজীব, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য মো. বুরহান উদ্দিন, রাসেল আহমেদ, ফরিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম ও মো. মেহেদী হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে সিটিটিসি
সেলিনা হায়াত আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ
ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাভলু কারাগারে
সিএসই পরিদর্শন করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ব্যারিস্টার মীর হেলাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার
পতেঙ্গার আদলে সিডিএ গড়ে তুলছে ‘কর্ণফুলী রিভারভিউ পার্ক’
যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের
বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা
হাসিনার ফাঁসির রায়কে অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম 
১০